চট্টগ্রামের ফটিকছড়িতে ফের একটি মেছো বাঘ ধরা পড়েছে।
সোমবার রাতে উপজেলার আজিমনগর এনাম সওদাগর বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে স্থানীয়রা ওই মেছো বাঘটিকে ধরে। পরে তারা এটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়দিন ধরে লোকালয়ে এসে বাঘটি অতর্কিতভাবে এলাকার মানুষের হাস-মুরগীর ওপর ঝাঁপিয়ে পড়ছিল। সোমবার দিনে ওই বাড়ির কয়েকজন যুবক আম পাড়তে গিয়ে বিলের মধ্যে বাঘটিকে দেখতে পায়। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর রাতে মেছো বাঘটি ধরতে সক্ষম হয়।
আরও পড়ুন: কুমিল্লায় মেছো বাঘের ৩ শাবক উদ্ধার
এদিকে মেছো বাঘটি আটকের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের সাধারণ মানুষ একনজর দেখতে ছুটে আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এটি একটি বিপন্ন প্রজাতির তালিকার প্রাণি। এগুলোকে মেছো বাঘ বা বনবিড়ালও বলা হয়ে থাকে। এরা সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া ও জলাভূমির আশপাশে বাস করে। এদের প্রধান খাদ্য মাছ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়োদুল আরেফীন বলেন, আমি বন বিভাগকে জানিয়েছি। তারা মেছো বাঘটি নিয়ে গেছে।
আরও পড়ুন: ফরিদপুরের মধুখালীতে মেছো বাঘ আটক
এর আগে গত ১৩ এপ্রিল উত্তর নিচিন্তাপুর আজম তালুকদার বাড়িতে ৫/৬ টা মেছো বাঘ দেখা যায়। পরে একটি মেছো বাঘ স্থানীয়রা ধরতে সক্ষম হয়।