বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এ সংবাদে নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।
জানা যায়, গত ১৭ জুন, শুক্রবার বিকাল ৬ টায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এরপর পানি বেড়ে গত ২১ জুন বিপৎসীমার সর্বোচ্চ ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বেড়ে সারিয়াকান্দি উপজেলার ৮৪টি গ্রামে প্রবেশ করে। আবারও শনিবার দুপুর ১২ টায় সারিয়াকান্দিতে যমুনা নদীর বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে পানি বাড়তে শুরু করায় আবারও দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষ। গত কয়েকদিন আগে তারা বাড়ি-ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেঁড়িবাধে আশ্রয় নিয়েছিলেন। পানি নেমে যাওয়ায় তারা আবার জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে ছিলেন। পানি বৃদ্ধির খবরে তারা আবারও দুশ্চিস্তায় পড়েছেন। এভাবে পানি বাড়তে থাকলে আবারও ঘরের জিনিসপত্র এবং গবাদিপশু নিয়ে উঁচু কোথাও যেতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার পরশুরাম জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীতে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। প্রথম দফায় পানি নেমে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।
আরও পড়ুন: বন্যা: সিলেটে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট