ঈদের আগে আট মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ অবিলম্বে কাজে যোগদানের দুই দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারো বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষুদ্ধ শ্রমিক ও কর্মচারীরা। রবিবার দুপুরের দিকে খনির প্রবেশ পথসহ আশপাশে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছেন তারা।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, আগামী ৭২ ঘণ্টার (২৭ এপ্রিল) মধ্যে দাবি পূরণ করতে খনি কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। অন্যথায় ওই দিন দুপুর ১২টার পর স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে খনির প্রবেশ পথে অবস্থান নিয়ে অনশনের মধ্য দিয়ে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আরও পড়ুন: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ মে
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, আট মাসের বেতন-ভাতা বাকি পড়ায় পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন প্রায় ৭০০ খনি শ্রমিক। এছাড়াও করোনাকালীন ছুটিতে বাড়িতে পাঠানোর পর দুই বছর পেরিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে আসলেও কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না খনি শ্রমিকদের।’
তিনি জানান, আগামী ২৭ এপ্রিল দুপুরের ১২টার মধ্যে দাবি পূরণ করা না হলে খনির প্রবেশ পথে সপরিবারে অবস্থান নেবেন তারা। এ অবস্থায় কোনো অঘটন হলে এর দায় খনি কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও সর্তক করেছেন তিনি।
চলতি বছরে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রায় ১২৫ জন বাংলাদেশি কর্মকর্তা এবং ৫০ জন চীনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে ৩০ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: কয়লাখনি দুর্নীতি মামলা: আদালতে যেতে ‘অনিচ্ছুক’ খালেদা