কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রবিবার সকালের বখাটের অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে ১৬ বছরের এক কিশোরীর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত মিষ্টি আক্তার (১৬) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার মুকুল হোসেনের মেয়ে।
নিহতের পরিবার জানায়, কিশোরী মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করতো। গত তিন-চার দিন আগে পাশের বাড়ির বখাটে নাঈম সরকার মিষ্টির শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি মীমাংসার জন্য সালিশি বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মেম্বার সাহেব আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এরপর থেকে আইনি পদক্ষেপ না নিতে কিশোরী মিষ্টিকে হুমকি দেয় নাঈমের পরিবার।
আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
তারা জানায়, রবিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্য মিষ্টি বাড়ি থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে লাঠি দিয়ে মারার চেষ্টা ও অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে মিষ্টি।
এ ঘটনার পর থেকে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঈদে নতুন জামা না পেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।