বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ইয়াবাসহ সাত জনকে আটক করেছে র্যাব।
উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
সোমবার সকালে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
আটককৃতরা হলেন- কাহালু উপজেলার মো. সুজন মন্ডল (৩৮), মো. রেজানুল হক প্রামানিক (৩৫), দুঁপচাচিয়া উপজেলার ফারুক আকন্দ (৩৬), আবু বক্কর সিদ্দিক (৩৯), রতন রাম রাজভর (৫২), হাবিবুর রহমান হান্নান (৪২) ও রফিকুল আলম খন্দকার বাচ্চু (৬০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়ার তালোড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ওই সাত জনকে জুয়া খেলা অবস্থায় আটক করে র্যাব সদস্যরা। এ সময় ১৬৫ পিস ইয়াবা, ১৫ বান্ডিল তাস, শীতল পাটি, ৪টি মোবাইল, ৮টি সিম কার্ড ও নগদ ১২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার জানান, গ্রেপ্তার জুয়ারিদের মামলা দিয়ে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।