বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মো. প্রিন্স হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের রোমানের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘প্রিন্স প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তার সাইকেলকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করাসহ এর চালককে আটক করা হয়েছে।’