শিশু চুরি
ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে শিশু চুরি, শহরে উত্তেজনা
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) শিশু ওয়ার্ড থেকে দুই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় এক নারীর বিরুদ্ধে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এই ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
চুরি যাওয়া শিশুটি জেলা সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার শিমুল ও হাসি বেগম দম্পতির সন্তান।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, শ্বাসকষ্ট নিয়ে রবিবার (৯ মার্চ) শিশুটিকে হাসপাতালে ভর্তি করান তার বাবা-মা। দুদিন সেখানে তার চিকিৎসা চলার পর গতকাল (সোমবার) সন্ধ্যায় হাসপাতাল থেকে তাকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক নারী।
এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে শিশুটির স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতালের ফটকের সামনের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভে শিশুটিকে শিগগিরই উদ্ধারের দাবি জানানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সারা রাত ধরে চেষ্টা চালিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিশুটিকে উদ্ধারে সফল না হওয়ায় আজ (মঙ্গলবার) দুপুরে ফের শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। তারা শহরের চৌরাস্তায় সড়কে অবস্থান নিয়ে শিশুটিকে উদ্ধার ও অপরাধীর বিচার দাবি করে স্লোগান দেয়।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সেখানে উপস্থিত হয়ে উত্তেজিত ছাত্র-জনতাকে শান্ত করার চেষ্টা করেন। বলেন, ‘সিসি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়েছে। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সম্পর্কে জানা গেছে। আজকের মধ্যেই শিশুটিকে উদ্ধার ও চোরকে আটক করা সম্ভব হবে।’ পরে জেলা প্রশাসকের আশ্বাসে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।
আরও পড়ুন: ভোলায় হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে নারী গ্রেপ্তার
ঘটনার পর শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ পেয়েছি। আমরা হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পাই, এক নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। চুরি হওয়া শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে।’
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ‘চুরি যাওয়া শিশুটির ব্যাপারে প্রয়োজনীয় আমাদের হাতে এসেছে। শিগগিরই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।’
১৬ দিন আগে
ভোলায় হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে নারী গ্রেপ্তার
ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী এক শিশুকে চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকালে শিশুটির বাবার করা মামলায় তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তার মোসা. হালিমার (৩৫) বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামে।
আরও পড়ুন: বগুড়ায় হাসপাতাল থেকে শিশু চুরিকালে নারী আটক
এর আগে রবিবার মধ্যরাতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর উদ্ধার হওয়া শিশু রিহানকে তার বাবা- মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারের বাসিন্দা মো. হাছনাইন ও তামান্না দম্পতির এক বছর বয়সী শিশু রিহান ডায়রিয়ায় আক্রান্ত হলে রবিবার বিকালে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির পর থেকে গ্রেপ্তার হালিমা শিশু রিহানের রুমের পাশে ঘোরাঘুরি করে এবং তার মায়ের সঙ্গে সখ্যতা তৈরি করে। রাত সাড়ে ১১ টার দিকে শিশুর মাকে মৃত রোগীর লাশ দেখার কথা বলে কেবিনের বাইরে পাঠিয়ে রিহানকে নিয়ে পালিয়ে যায় সে। রিহানের মা ফিরে এসে ছেলেকে না পেয়ে চিৎকার করলে হাসপাতালকর্মীদের সহায়তায় পুরাতন ভবনের নিচতলা থেকে শিশু রিহানসহ হালিমাকে গ্রেপ্তার করে পুলিশে দেয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালেই তাকে আদালতে পাঠানো হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, চুরি হওয়া শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হালিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এবং আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে ৩ দিন বয়সী শিশু চুরি, নারী আটক
ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ১৭ দিনের শিশু চুরি
৭৩৮ দিন আগে
চুরি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন কলেজ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমদ মেডিকেল থেকে চুরি হওয়া ৪৭ দিনের শিশু ওবায়েদকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন নূর জাহান নামে এক কলেজ শিক্ষার্থী।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ার সূর্যমুখী কিন্ডারগার্ডেন স্কুলের পাশ থেকে ওই শিক্ষার্থী শিশুটিকে পেয়ে সদর মডেল থানায় নিয়ে আসেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম শিশুটির মা সাবিনা আক্তারের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চুরি হওয়ার ৫ ঘণ্টা পর শিশু উদ্ধার
এর আগে রবিবার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলা সদরের আহমদ মেডিকেল থেকে শিশুটি চুরি হয়।
শিশু ওবায়েদ নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া এলাকার কাউসার মিয়া-সাবিনা আক্তার দম্পতির ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিকালে শিশুটিকে জেলা শহরের হালদারপাড়ায় একটি স্কুলের পাশে পড়ে থাকতে দেখে কলেজ শিক্ষার্থী নূর জাহান তাকে উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন নূর জাহান। পরে কনস্টেবল তানিয়াকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: হাসপাতাল থেকে চুরি: সিরাজগঞ্জে জীবিত-মৃত ২ শিশু উদ্ধার
শিক্ষার্থী নূর জাহান জানান, লকডাউনের কারণে কলেজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তার বড়বোন সাথী আক্তারের বাসায় বেড়াতে আসেন। রবিবার বিকেলে হালদারপাড়া যাওয়ার সময় রাস্তার পাশে একটি শিশু চিৎকার করতে দেখেন নূর জাহান। পরে শিশুটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যান।
শিশু নিখোঁজের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রবিবার দুপুরে সাবিনা আক্তার শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারী উধাও।
নিজের শিশুকে ফিরে পেয়ে আনন্দিত মা সাবিনা আক্তার।
আরও পড়ুন: শিশু অপহরণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
১৩৮৯ দিন আগে
সিরাজগঞ্জে চুরি হওয়ার ৫ ঘণ্টা পর শিশু উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে চুরি হওয়া ২৩ দিনের শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
১৪৮২ দিন আগে
নাটোরে চুরি হওয়া শিশুর সন্ধান মেলেনি
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাসের শিশু তাইবার এখনও সন্ধান মেলেনি।
১৫৫৪ দিন আগে
ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ১৭ দিনের শিশু চুরি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে রবিবার রাতে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ১৭ দিনের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
১৫৯২ দিন আগে
বগুড়ায় হাসপাতাল থেকে শিশু চুরিকালে নারী আটক
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে শিশু চুরির সময় এক নারীকে আটক করা হয়েছে।
১৬৪২ দিন আগে
মেয়ের কোল ভরিয়ে দিতে হাসপাতাল থেকে শিশু চুরি করলেন মা
মেয়ের কোল ভরিয়ে দিতে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ।
১৬৪৮ দিন আগে