বরগুনার আমতলীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে মেরে গুরুতর আহত করে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুপুদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের শাহিন চৌকিদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বামী সৌদি আরব যাওয়ার পর থেকেই স্ত্রী সুমি বেগম (২২) বাবা খবির উদ্দিন হাওলাদারের বাড়িতেই থাকেন। কিছুদিন আগে সুমির ফুপু বিলকিস বেগম সুমি সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে স্বামী শাহিনকে ফোনের মাধ্যমে জানায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
সোমবার সকালে সুমির দাদা লাল মিয়া, ফুপু বিলকিছ বেগম, শেফালী বেগম, নাসিমা বেগম, কহিনুর বেগম ও ফুপা ফারুক মিয়া সুমিদের বাড়িতে গিয়ে তাকে বেধরক মারধোর করে। এক পর্যায়ে সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফুপুরা মিলে তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘরে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। খবর পেয়ে গ্রাম পুলিশ কামাল মিয়া আহত সুমি ও তার মা লাইলি বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশীরা জানায়, সুমির ফুপুরা তার বাড়িতে গিয়ে তাকে মেরে আহত করে মুখে বিষ ঢেলে দিয়েছে।
সুমির মা আহত লাইলি বেগম বলেন, আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে সংসার ভাঙার জন্য জামাইয়ের কাছে সুমির ফুপু ফোন দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমির ফুপুরা মিলে আমাকে ও আমার মেয়েকে বেধরক কিলঘুষি মেরে আহত করে আমার মেয়ের মুখে বিষ ঢেলে দেয়।
আরও পড়ুন: সমাজে উঠতে ২০ হাজার টাকা জরিমানা দিল প্রবাসীর স্ত্রী, মাতব্বরদের লঙ্কাকাণ্ড
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফুপু বিলকিছ বেগমকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, এবিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।