এলাকাবাসী জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে কৃষক নওশের খন্দকার বাড়ির পাশে ফসলি জমিতে গরুর বাছুর আনতে গিয়ে বাছুরটিকে ছটফট করতে দেখেন। বাছুরটি কাছে যাওয়ার পরে জমিতে পড়ে থাকা বিদ্যুত তারে পিষ্ট হয়ে সাথে সাথে বাছুরসহ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: বরগুনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত অর্ধ শতাধিক
ইউপি সদস্য টুটুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গাছের সাথে বিদ্যুতের তার ঝুলিয়ে পল্লী বিদ্যুত সংযোগ দিয়ে আসছে। পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজন সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ করায় তার মাটিতে পড়ে ছিল।
গ্রামবাসী অভিযোগ করেন, এ ব্যাপারে একাধিকবার পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা বিষয়টি অবহেলা করায় দুর্ঘটনা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বরগুনায় ভাসুর গ্রেপ্তার
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এস. এম.তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো মামলা হয়নি, মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বরগুনায় এমপি কাপ টি-২০ টুর্নামেন্ট শুরু ৩০ নভেম্বর