বরিশাল নগরীতে সময় টেলিভিশনের ব্যুরো চিফ অপূর্ব অপুকে অপহরণের চেষ্টার অভিযোগে রবিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ জানান, আটক ব্যক্তি হলেন মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক।
বিকাল ৩টার দিকে নগরীর শীতলা খোলা এলাকায় মুমিতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অপূর্ব অপু জানান, একটি দুর্ঘটনার খবর কভার করে পায়ে হেঁটে অফিসে ফিরছিলেন তিনি। এসময় কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে রিকশায় থাকা এক ব্যক্তি তার কাজের জন্য তাকে গালিগালাজ করতে থাকে।
তিনি বলেন, ‘ সে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। নিউজ কেন করি, এই সব নিয়ে গালাগাল শুরু করে। একপর্যায়ে আমার সাথে ধস্তাধস্তি শুরু হলে আমার দিকে ও ইট ও কাঁদা ছুড়ে মারে। তারপর আমি দৌড় দিয়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এলে আরও এক ব্যক্তি আমাকে সাদা একটি প্রাইভেটকারে উঠানোর চেষ্টা করে। তারপর আবার দৌড় দিয়ে পালাই। এরপর সহকর্মী ও পুলিশকে ফোন দেই। আমার মাথায়ও আঘাত করা হয়েছে। কি কারণে বা কোন কারণে ক্ষিপ্ত হয়ে এই হামলা করেছে সেটা বলতে পারছি না।’
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী ইউএনবিকে জানান, সাংবাদিককে অপহরণের চেষ্টাকারীদের মধ্যে সাবেক স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) নেতা জেহাদ, মামুন ও আলম ছিলেন।
ডিবি পুলিশের (বিএমপি) উপকমিশনার মঞ্জুর হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন এবং শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।