মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন- সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মো. সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মো. আবু সাঈদ (২৮), মো. নাসির উদ্দিন (৩৮), মো. মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩) ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
এ ঘটনায় র্যাব-৭ ব্যাপক গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে এবং তাদের আটক করতে সক্ষম হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।