বল তুলতে গিয়ে পদ্মায় ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীর টি বাঁধ এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরফান (১৬) নগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন:সিলেটে সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে মহানগরের টি-বাঁধ সংলগ্ন নদীর তীরে ফুটবল খেলতে গিয়েছিল এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় সে। এরপর সে আর তীরে ফিরে আসতে পারেনি।
স্থানীয়রা সদর দমকল বাহিনীকে ফোন দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে ১২টার দিকে এরফানের লাশ খুঁজে পায়। মহানগরের শ্রীরামপুর এলাকায় থাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে সেই লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন:পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু