বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলি বহনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু’টি দেশি তৈরি পাইপগান, ছয় রাউন্ড গুলি, তিনটি নম্বরবিহীন মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন জব্দের দাবি করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাতে রামপাল উপজেলার ফয়লা গরুর হাট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন- খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকার হুমায়ুন কবির হুমা (৩৬), ইসতিয়াক শাহারিয়ার (২৩), কাজী রায়হান (২১), মো. আসিফ মোল্লা (২০) এবং মো. ইমন হাওলাদার (২১)।
আরও পড়ুন: মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা-ছিনতাই, ৫৭ লাখ টাকাসহ গ্রেপ্তার ৬
সম্মেলনে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, পাঁচজন দুর্বৃত্ত রামপাল উপজেলার ফয়লা হাট এলাকায় ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচজনই দেড় মাস আগে রামপাল উপজেলার ভাগা গ্রামের রফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের ভাড়া বাড়ির টিনের ট্রাঙ্কের ভেতর থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ আরও জানান, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা খুলনা জেলার আড়ংঘাটা এলাকার আরিফ হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে তারা বাগেরহাটের রামপালে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিল।
আরিফ হত্যার ঘটনার ২৫ জুন আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার পাঁচজন ওই মামলার আসামি।
তাদের বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
আরও পড়ুন: মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার জব্দ, গ্রেপ্তার ১৮