বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের রাতে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের শালতলা, মেইন রোড, সোনাতলা, দশানী, কাড়াপাড়া ও নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
এ বছর শীতের শুরুতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। কম্বল হাতে পেয়ে শীতার্ত নারী-পুরুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, শীতে যাতে কোন মানুষ কষ্ট না পায় এজন্য ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। শীতে প্রকৃতপক্ষে যে সব মানুষ কষ্টে ছিলেন গভীর রাতে তাদেরকে খুঁজে কম্বল দেয়া হয়।
বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় আড়াই হাজার ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: মৌলভীবাজারে জেলা পরিষদের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ