বান্দরবান সদর উপজেলার সাইঙ্গা ত্রিপুরা পাড়ায় ভারি বর্ষণে পাহাড় ধসে নিখোঁজ একই পরিবারের তিনজনের মধ্যে বৃহস্পতিবার দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু মায়ের খোঁজ এখনও পাওয়া যায়নি।
সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জগদিশ ত্রিপুরা জানান, সকালে ঝিড়ি (পাহাড়ি খাল) থেকে বাজেরুং ত্রিপুরা (১২) নামে একজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। পরে প্রদীপ ত্রিপুরার (৫) লাশ পাওয়া যায়। এ ঘটনায় মা কৃষ্ণাবতি ত্রিপুরা (৪০) এখনও নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার
মিলছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কাদের বলেন, ভারি বর্ষণের সময় জুম খেত থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে তারা তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে বাজেরুং ত্রিপুরার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটারে নিখোঁজ মাঝিসহ ২ জনের লাশ উদ্ধার