উদ্ধার হওয়া রিদোয়ান আহমেদ রুপম (১৫) পৌরসভার উত্তর চরচান্দিয়া এলাকার মহিউদ্দিন সেলিমের ছেলে ও আল হেলাল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
তবে পুলিশ জানায়, বাবার কাছ থেকে মুক্তিপণ আদায় করতে রিদোয়ান নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিল।
সোনাগাজী থানার উপপরির্দশক (এসআই) সাইফুদ্দীন জানান, গত ২৯ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় রিদোয়ান। এ ব্যাপারে ৫ সেপ্টেম্বর তার বাবা মহিউদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর গত সোমবার বিকাল থেকে মুক্তিপণ দাবি করে মহিউদ্দিনকে ফোন করতে থাকেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ তা সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়।
দুটি নাম্বার হতে মহিউদ্দিনকে ফোন করা হয়। এর মধ্যে একটি রিদোয়ানের ব্যবহৃত নাম্বার। এটি ট্রেকিং করে বৃহস্পতিবার তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
মহিউদ্দিন সেলিম বলেন, ‘গত সোমবার বিকালে এক ব্যক্তি ফোন করে বলে রিদোয়ান লালপোল রয়েছে। ৩০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। রাতে রিদোয়ানের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফোন করে আবারও মুক্তিপণ দাবি করা হয়। পরে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে অবহিত করি।’
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘রিদোয়ান স্বেচ্ছায় নিখোঁজ ছিল। জিজ্ঞাসাবাদ সে জানায় বাবা কাছ থেকে টাকা হাতিয়ে নিতেই সে অপহরণের নাটক সাজায়। শুক্রবার দুপুরে তাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।’