বরিশাল পৌর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপি'র সমাবেশস্থলের পাশে অবস্থিত স্থায়ী মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রশাসন তিন শিফটে ৬০জন আনসার সদস্য মোতায়েন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ম্যুরালটির চারপাশে বাঁশের ব্যারিকেট দিয়ে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।
আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার জসিম উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তারা ম্যুরাল পাহারা দিচ্ছেন।
শনিবার বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে ৫ম বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।
সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নগরীতে এসেছেন।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশস্থলে মঞ্চ ভেঙে ২ সাংবাদিক আহত
বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে যোগ দিতে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী