বাগেরহাটে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে একসপ্তাহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ জনকে কারাদণ্ড দিয়েছে এবং ৭০৯ জনকে জরিমানা করেছে।
১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঃ লকডাউন: বিধিনিষেধ না মানায় কুমিল্লায় ২৭৯ জনকে জরিমানা
অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ৭০৯ জনের কাছে থেকে তিন লাখ ৩১ হাজার ৮৩৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে বাগেরহাট জেলাসদরসহ বিভিন্ন উপজেলার বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মানুষ নানা অজুহাতে ঘর থেকে বাইরে বের হচ্ছে। অনেকেই আবার আড্ডা দিচ্ছেন অলিগলিতে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাড়লো, নতুন শনাক্ত ৬৯
তবে লকডাউনের ৮ম দিন বৃহস্পতিবার বাগেরহাটের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শহর থেকে শুরু করে সড়ক-মহাসড়ক ও উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জে লকডাউন আমান্যে ৪৯ মামলা, জরিমানা
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো.শাহীনুজ্জামান জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বিধিনিষেধ ভঙ্গ করলে আইনের আওতায় আনা হচ্ছে। গত একসপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় ৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৭০৯ জনকে অর্থদন্ড এবং ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময়ে ৬৯০টি মামলা দায়ের করা হয়েছে।