কুমিল্লা নগরীতে সরকার ঘোষিত প্রথম সপ্তাহের কঠোর লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা করছেন।
আরও পড়ুনঃ কঠোর লকডাউনের মেয়াদ বাড়ল আরও ৭ দিন
গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী প্রশাসন ৩৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি বিধিনিষেধ না মানায় ২৬৮টি মামলায় ২৭৯ জনকে ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় বরিশালে ৪৯৯ জনকে জরিমানা
এসময় ১৯২ জনকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান করা হয়।
সোমবার সকালে কুমিল্লা নগরীতে ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশি টিম টহল দিতে দেখা গেছে। দোকানপাট ও শপিংমলগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে।