নিখোঁজের পাঁচদিন পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে নদী থেকে অজ্ঞাত হিসাবে তার লাশ উদ্ধার করে নৌপুলিশ।
নিহত দুরন্ত বিপ্লব (৫১) একজন কৃষি খামারি ছিলেন। তিনি নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।
এছাড়াও তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ থেকে মায়ের সঙ্গে দেখা করতে মোহাম্মদপুর যাওয়ার সময় বিপ্লব নিখোঁজ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাব উদ্দিন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। তারা রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করেন।
তিনি আরও জানান, দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলো। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় রেললাইনে কিশোরীর লাশ উদ্ধার