এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহত পক্ষের লোকজন অপরপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর গ্রুপের সাথে ওই ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসমত মাতুব্বর গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন: বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যা
বুধবার দুই গ্রুপের লোকজনই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে খিচুড়ি ভোজের আয়োজন করে। রাত সাড়ে ১০টার দিকে আকমল শেখ অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে বাড়ি এসে স্ত্রীর কাছ ২০ টাকা নিয়ে দোকানে বিড়ি কেনার জন্য যায়। বিড়ি কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আকমল শেখ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতুব্বর পক্ষের সমর্থক। নিহতের ঘটনায় হাসমত পক্ষের লোকজন প্রতিপক্ষ জামাল মাতুব্বর লোকজনের কয়েকটি বাড়িতে ব্যাপক লুটপাট চালিয়েছে চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নিহত আকমল শেখের ছোট ভাই জাকির শেখ বলেন, ‘আমরা অনুষ্ঠান শেষে খিচুড়ি খাচ্ছিলাম। বাড়ির নারীদের চিৎকারে এগিয়ে এসে দেখি আমার ভাই জখম অবস্থায় পড়ে আছে। কে এ ঘটনা ঘটিয়েছে দেখতে পারিনি। শত্রুতার কারণে হয়তো আমার ভাইকে খুন করা হয়েছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই কৃষক আকমল শেখ মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ওসি নুরুল আলম জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে।