ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের সাবেক সেক্রেটারি ও জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার মাওলানা বেলাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদরাসাসহ আশপাশের বিভিন্ন মাদরাসার ছাত্রশিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এ সময় তিনি ও তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্রশিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়।
আরও পড়ুন: হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজন হেফাজত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক