নিহত মিলন মিয়া (৪০) উত্তর পৈরতলা কাউসার মিয়ার বাড়ির বাসিন্দা ও সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের মৃত বুলা মিয়ার ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
স্থানীয়রা জানায়, মিলন মিয়া সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে শেরপুর মাজার গেইটের সামনের চা দোকানে আসেন। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তার রিকশাসহ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশকে জানিয়েছে।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটককরা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত নভেম্বরে কিছুটা বেড়েছে। মাসজুড়ে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন।
একই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।