ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক রোগী নিহত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে এক অজ্ঞাত যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ওই যুবকের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত না হলে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানিয়েছেন।