জেলার বাঞ্ছারামপুরে বন্যার পানির প্রবল স্রোতে ১২ মিটার দৈর্ঘ্য একটি সেতু ধসে পড়েছে। এতে চার গ্রামের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি ও শান্তিপুর সড়কের চরমরিচাকান্দি বিলের ওপর স্থাপিত সেতুটির মাঝখানের অংশ সোমবার রাতে দেবে যায়।
বিকল্প কোনো পথ না থাকায় চরমরিচাকান্দি, শান্তিপুর, চরশিবপুর ও ইছাপুর গ্রামের কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুন: ভিত্তিপ্রস্থর স্থাপনের দিনে সেতু নির্মাণ কাজ স্থগিতের নির্দেশ
এলাকাবাসী জানান, বন্যার পানির তীব্র স্রোতের কারণে সেতুর মাঝের স্তম্ভের নিচ থেকে মাটি সরে গেছে। আর তাই ভার ধরে রাখতে পারেনি সেতুটি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এলজিইডির বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী নভেম্বরে সেতুটি নতুন করে নির্মাণ করা হবে।