ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি ও ইমাম পরিষদ সেক্রেটারিসহ আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন টিএ রোড এলাকায় তাণ্ডবে জড়িত সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি ক্বারী মো. মোজাম্মেল হক এবং আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও আগুন দিয়ে পিকেটিংয়ে জড়িত আশুগঞ্জ উপজেলার হেফাজত ইসলাম ও ইমাম পরিষদ সেক্রেটারি মাওলানা মুফতি ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার ১০
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হেফাজতের তাণ্ডেবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার