হেফাজতে ইসলাম কর্তৃক বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতের জেলার সহকারী প্রচার সম্পাদকসহ ১০ জনকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মুফতি জাকারিয়া খান (৪৩) ব্রাহ্মনবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের জেলার সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান গ্রেপ্তার করেছে ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। গ্রেপ্তারকৃত জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সরকার উৎখাতের সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদরাসাসহ আশেপাশের বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় তিনি এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়।
হেফাজতে ইসলাম কর্তৃক বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতের জেলার সহকারী প্রচার সম্পাদকসহ ১০ জনকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও ৯ জন হেফাজত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর