ভারত সীমান্তের ভেতরে গলা কাটা অবস্থায় পড়ে থাকা বাংলাদেশি কিশোর মাছুম আহমদের লাশ হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা করে শুক্রবার দুপুরে ওই কিশোরের লাশ বাংলাদেশে নিয়ে আসে।
শুক্রবার মাছুম আহমদের লাশ বিজিবি, বিএসএফ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী থানা ও বাংলাদেশের কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কিশোর মাছুম আহমদের (১৪) সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
নিহতের বাবা কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হক জানান, মাছুম আহমদকে পরিকল্পিতভাবে অত্যন্ত পৈশাচিক কায়দায় নির্মমভাবে হত্যা করে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করা ডান হাতটিও পাওয়া যায়নি। মাথার সামনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ও সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াছ হোসেন।
তবে কীভাবে ও কেন মাছুমকে খুন হয়েছে এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাতক্ষীরার ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যের লাশ উদ্ধার