রাতের আঁধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের মহেশপুরের ওয়াসিম আলী নামের এক যুবক। গত সোমবার (৭ এপ্রিল) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারি। তাদের ধারণা, ওই মরদেহটি নিখোঁজ ওয়াসিম।
যদিও বিজিবি কিংবা পুলিশের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ার রমজান আলীর ছেলে ওয়াসিম আলী।
স্বজনরা জানায়, সোমবার রাতে ওয়াসিমসহ আরও তিনজন অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের সামনে পড়েন। পরে তিনজন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেননি।
এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
এদিকে শুক্রবার দুপুরে নদী থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ।
ওয়াসিমের পরিবারের দাবি, এটি ওয়াসিমের লাশ। বিএসএফ হত্যা করে ফেলে রেখে গেছে। রমজান আলী বলেন, ‘বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন যে লাশটি তার ছেলে ওয়াসিমের।’ তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবি জানান।
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে।’
আরও পড়ুন: পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
তিনি আরও বলেন, ‘লাশটি বাংলাদেশি না, ভারতীয় তা এখনও আমরা জানতে পারিনি। এছাড়া কোনো পরিবার তাদের কোনো সদস্য নিখোঁজ থাকার বিষয়েও আমাদেরকে জানাইনি।’
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, ‘ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে এটা শুনেছি। তবে লাশের পরিচয় এখনও মেলেনি।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘ইছামতি নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নেবে। কাজেই বিজিবির পক্ষ থেকে না জানানো পর্যন্ত আমরা কোনোকিছু নিশ্চিত করে বলতে পারছি না।’