অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সোমবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৩১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের একটি ইট ভাটার সামনে থেকে মোছা. লিপি খাতুন ও মোছা. সাথি খাতুনকে আটক করা হয়।
আরও পড়ুন: দৌলতপুর সীমান্তে আটকের ৪ ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
মহেশপুরের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাটিলা গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে ভারতে প্রবেশের সময় মো. আজিম, তার স্ত্রী মোছা. আজমিরা খাতুন ও মেয়ে মোছা. হালিমাকে আটক করা হয়।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে আসলাদ শেখ, তার স্ত্রী মোছা. সুমি শেখ, মেয়ে মোছা. সুমনা আক্তার হাবিবা, মো.মোস্তাফিজুর রহমান, তার ছেলে মো. আলী মর্তুজা, শান্ত মোল্লা, হেনা খান, ছোয়া মজুমদার, মুসকান আহমেদ, সুমাইয়াকে আটক করা হয়।
ওই দিন জীবননগরের করিমপুর বাজার থেকে মো. আজিজুর খান, মো. সলেমান শেখ, মো. গাউছ শেখ, তার স্ত্রী মোসা. সাবিনা, ছেলে মো. সাব্বির হোসেন শেখ, মো. শাহিন শেখ, মো.মুন্না, অজিফা খাতুনকে আটক করে বিজিবি।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
জীবনগর উপজেলার ইসলামী ব্যাংক এলাকা থেকে মো. মহিদ শেখ, মো. জিনায়েদ, তার স্ত্রী মোছা. মিম, মিনহাজুল ইসলাম, অভি মোল্লা, মো. কামরুল ফরাজি, মোসা.শিউলি শেখ ও মোসা.মনিরা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।