ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন ভোট দিতে। তবে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি ছিল তূলনামূলক কম। কেন্দ্রের বাইরে মাঠে ভোটারদের লাইন না থাকলেও ভেতরে অবস্থান করছেন ভোটাররা। পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি। তবে বৃষ্টি কমলে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: গাজীপুরে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
এদিকে ভোটারদের অনেকেই মানছেন না স্বাস্থবিধি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলা জেলার ১২টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সদস্য পদে ৪০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ১৪১টি ভোটকেন্দ্রের ৬৬৮ টি কক্ষে ২ লাখ ২৭ হাজার ৬১ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩০ জন পুরুষ ভোটার ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১ জন।
আরও পড়ুন: করোনার ঝুঁকি নিয়েই বরিশালে চলছে ভোটগ্রহণ
এদিকে, ভোলার চরফ্যাসন উপজেলার ৫টি ও বোরহানউদ্দিনের একটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তবে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হচ্ছে।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৪ প্লাটুন বিজিবি, মনপুরায় ২৫ জন কোস্টগার্ড সদস্য, প্রতি উপজেলায় র্যা বের ২টি করে টিম, ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আনসার ও পুলিশ সস্যরা দায়িত্ব পালন করছেন।