চাঁদপুরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের ২য় ডোজের টিকা দেয়া সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৪ হাজার ১২১ জন ২য় ডোজের ভ্যাকসিন এখনও পান নি।
সিভিল সাজর্ন ডা. এম. সাখাওয়াতউল্লাহ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা দেয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। যা নোটিশ আকারে সদর হাসপাতালের দেয়ালে সেঁটে দেয়া হয়েছে। ১ম ডোজ যারা নিয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ১২১ জন ২য় ডোজের ভ্যাকসিন এখনও পাননি।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে তৎপরতা জোরদার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও জানান, এখানে টিকার মজুদ শেষ হয়ে গেছে। টিকা আসলে আবার টিকা কার্যক্রম শুরু হবে। চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের সরবরাহ না পাওয়ায় ভ্যাকসিন দেয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গত শনিবার থেকে।
আরও পড়ুন: ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ অনুদানের আহ্বান ইউনিসেফের
ডা. এম সাখাওয়াতউল্লাহ বলেন, প্রথম ধাপে টিকা নেয়ার ক্ষেত্রে অনেকে অনাগ্রহী ছিলেন। এখন টিকা শেষ হওয়ার পরে টিকা নেয়ার জন্য সকলের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। টিকার জন্য হাহাকার পড়ে গেছে।
আরও পড়ুন: টিকার জন্য রাশিয়ার সাথে শিগগিরই চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী
সিভিল সাজর্ন বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে চাঁদপুরের অবস্থা আরও ভয়াবহ হতে পারে। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, চাঁদপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭২৯ জন। জেলায় এ পযর্ন্ত করোনায় মারা গেছে ১২২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৪০ জন।