রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডের একটি বহুতল ভবনের গ্যারেজে বৃহস্পতিবার ভোর রাতে আগুন লেগে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন দগ্ধ হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন হলেন- আব্দুল কাদের (৪০) ও ভবনের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে রুশদী (৪)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টা ৩২ মিনিটের দিকে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায় ও ভোর সাড়ে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
উদ্ধারকৃতদের মধ্যে নিহত রুশদীর বাবা শহীদুল (৪০) ও মা জান্নাতুল ফেরদৌসসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়।