কক্সবাজারের মহেশখালীতে পাঁচ বছরের শিশুকে বলৎকার এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে।
রবিবার শিশুটির বাবা বাদী হয়ে মহেশখালী থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- ছাবের আহামদের ছেলে সালাহ উদ্দিন (২২), মো. কাছিমের ছেলে মো. মামুন (১৬)এবং টুনু মিয়ার ছেলে নেজাম উদ্দিন (১৭)।
আরও পড়ুন: শেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ বিকাল ৩টার দিকে পাঁচ বছরের ওই শিশুকে মাঝের ডেইলের একটি পরিতাক্ত দোকানে নিয়ে গিয়ে সালাহ উদ্দিন, মো. মামুন, নেজাম উদ্দিন ডেকে নিয়ে বলৎকার করে। এ সময় তারা মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে পরিচিত জনদের ম্যাসেঞ্জারে আদান প্রদান করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, শিশু বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়েছে।