মাগুরার শ্রীপুরে ৩ জনকে আটক করা হয়েছে। উপজেলার কামারখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে আটকের সময় তাদের কাছ থেকে ৭৮৯ পিচ ইয়াবা জব্দ করার দাবি করেছে পুলিশ।
উপজেলার কামারখালী ব্রিজের নিচে গড়াই মিনি পার্কের ক্যাফেটোরিয়ায় অভিযান চালিয়ে বুধবার রাত ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুর্ব মাদলা গ্রামের মোঃ আবেদ আলী (৪৫), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর (বিশ্বাস পাড়া) গ্রামের মনিরুজ্জামান মুন্না বিশ্বাস (২০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহারো গ্রামের মো. আক্তার হোসেন (৪০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদেব রায় বলেন, বুধবার রাত ৭টার দিকে শ্রীপুর থানাধীন নাকোল ফাড়ি পুলিশের এএসআই মো. রেজা হাসমত ও শ্রীপুর থানার এস আই জামালের নেতৃত্ব সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানার নিমিত্তে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওয়াবদা বাজারে অবস্থানকালে মাঝাইল মান্দারতলা গ্রামস্থ কামারখালি ব্রিজের নিচে গড়াই মিনি পার্কের ক্যাফেটোরিয়ায় মাদক ব্যবসায়ীদের উপস্থিতির কথা জানা যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থাকা ৭৮৯ পিচ ইয়াবা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মো. বোরহানউদ্দিন জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।