মাগুরায় ঘর দেওয়ার কথা বলে দরিদ্রদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার মাগুরা সদরের সিতারামপুর গ্রামে টাকা উত্তোলনের সময় সন্দেহ হলে প্রতারণার বিষয়টি বেরিয়ে পড়ে।
প্রতারক চক্রের মাঠকর্মী ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী গ্রামবাসী।
আরও পড়ুন: মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন, ১০ সিএনজি-গাড়ি ভাঙচুর
আটক নারীর নাম ঋতুপর্ণা (১৮)। তার বাড়ি সদর উপজেলার শ্রীকুন্ডি গ্রামে। তবে ঘটনার মূল হোতা মনিরুল পালিয়ে গেছেন।
সিতারামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ভুক্তভোগী রাবেয়া, রাশেদা, জানান, সম্প্রতি সপ্তাহখানেক আগে ব্র্যাকের মাঠকর্মী পরিচয় দিয়ে এক নারী এসে নতুন একটি প্রকল্পের আওতায় গ্রামের দরিদ্র পরিবারের মানুষকে তাদের নিজ জমিতে নতুন ঘর নির্মাণ করে দেওয়া সহ গরু-বাছুর দেওয়ার কথা জানায়।
সদরের নিশ্চিন্তপুর গ্রামের সাবিনা আক্তার জানান, ঘর নির্মাণ ও গরু-বাছুর দেওয়ার কথা বলে সাফি, জামেনা, জোসনাসহ গ্রামের প্রায় ৫০ জনের কাছ থেকে ঘরের ৫৮০ টাকা, গরু-বাছুরের ১৮০ টাকা করে আদায় করে নেন ওই নারী।
আগামী সংসদ নির্বাচনের পর পরই যাচাই-বাছাইসহ বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে তাদের জানায়। পার্শ্ববর্তী সত্যপুর গ্রামেও ঘটেছে একই ঘটনা।
এদের প্রতারণার শিকার ভুক্তভোগীর অধিকাংশই গ্রামের দরিদ্র নারী।
অভিযুক্ত ওই নারী এই ঘটনার সত্যতা স্বীকার করলেও টাকা আত্মসাতে নিজের সম্পৃক্ত থাকার কথা এড়িয়ে ব্র্যাকের ম্যানেজার পরিচয় দানকারী জনৈক মনিরুল নামে এক ব্যক্তির কথা জানান। এই কাজের জন্য তাকে মাসিক ৮ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়।
অভিযুক্ত ঋতুপর্ণা জানান, দেড় মাস আগে পারনান্দুয়ালী এলাকার মনিরুল ব্রাকের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে এই কাজে নিয়োজিত করেন। এরপর থেকে গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা তুলে মনিরুলের হাতে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুপুর ২টার দিকে সদরের সীতারামপুর গ্রামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের সময় গ্রামবাসীর সন্দেহ হলে স্থানীয় ব্র্যাক অফিসে খোঁজ নিতেই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
তিনি আরও জানান, পরে ভুক্তভোগী গ্রামবাসী তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীদের জমির পর্চার কাগজসহ নগদ অর্থ উদ্ধার হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় জড়িত প্রতারক চক্রে অন্যতম মনিরুলসহ অন্যদের ব্যাপারে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা-১ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন সাকিব
মাগুরায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে