মাগুরার শ্রীপুরে জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে ঝুলে নন্দিতা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিথিলা (১৩) নামের আরেক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নন্দিতার মৃত্যু হয়।
নিহত নন্দিতা (১০) উপজেলার আমতৈল গ্রামের গোপাল সরকারের মেয়ে। নন্দিতা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নন্দিতার পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির ভিতরে ৪ বোন আড্ডা দিচ্ছিল। আড্ডার এক পর্যায়ে নন্দিতা জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যাকারী মিথিলা (১৩) উপজেলার আমতৈল গ্রামের সিদ্দিক বিশ্বাসের মেয়ে। সে সারাঙ্গদিয়া গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
মিথিলার চাচাতো ভাই স্বাধীন বিশ্বাস ও পরিবারের সদস্যরা জানায়, মিথিলা সকালে নাস্তা খাওয়ার পরে ঘরে যায়। মিথিলার মা ঘরের দরজা বন্ধ দেখে মিথিলাকে ডাকতে থাকে। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মিথিলাকে ঝুলতে দেখে। মিথিলাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডা. শাহনাজ পারভীন মিথিলাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, দু’টি পৃথক ঘটনার ব্যাপারেই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।