মাগুরা সদরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.জান্নু মোল্ল্যা (৩৫) উপজেলার বেরইল পরিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামের চৌধুরী মোল্ল্যা ছেলে এবং পেশায় কৃষক।
আরও পড়ুন: ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু
বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে কৃষক জান্নু মোল্যা ও তার এক সহযোগী বাড়ির পাশে বিলের জমির ধান কাটার কাজ করছিলেন। এই সময় বজ্রপাত হলে জান্নু মোল্যা মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। প্রতিবেশীরা আহত জান্নুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শেরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মাগুরা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।