মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে সীমা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) দুপুর দিকে চালিমিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
নিহত সীমা খাতুন ওই গ্রামের সাবু মোল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি কৃষি জমিতে সেচ দিতে যান সীমা। সেচপাম্প প্রস্তুত করে বৈদ্যুতিক সুইচ অন করতে যান সিমা। কিন্তু বৃষ্টির পানিতে ভিজে থাকা সুইচে হাত দিতেই সীমা বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সীমা খাতুনকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু