মাগুরা, ২০ জুন (ইউএনবি)- পূর্ব শত্রুতার জের ধরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মসজিদের ভেতরে মুসল্লিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়ায় শনিবার বিকাল ৫ টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত পাখি মাস্টার (৫৫) ওই এলাকার মৃত আব্দুল হক মোল্লার ছেলে।
আরও পড়ুন: মাগুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা
মহম্মদপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, ঘটনার দিন বিকাল ৫টার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় পাখি মাস্টার। একই সময়ে মসজিদে ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্লার ছেলে রবিউল মোল্লা এবং মৃত মুন্নাফ মোল্লার ছেলে বাঁশি মোল্লাও প্রবেশ করে।
এরপর পাখি মাস্টার নামাজে দাঁড়ানোর মুহূর্তে তারা পেছন থেকে জাপটে ধরে মারধর শুরু করে। এসময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন দ্রুত ছুটে এলে রবিউল মোল্লা ও বাঁশি মোল্লা পালিয়ে যায়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ
পরে গুরুতর আহত পাখি মাস্টারকে প্রথমে মহম্মদপুর ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় তিনি রাতের বেলা মারা যান।
ওসি জানান, এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলা দায়ের হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১