মাগুরার শ্রীপুরে সাড়ের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রিয়াজ জোয়াদ্দার (১০) একই উপজেলার মদনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
মৃতের পরিবার ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করে এবং সন্ধ্যার পর পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে কামড় দেয়। কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের ইউনিয়ন পর্যায়ে সাপের কামড়ের কোনো চিকিৎসা নেই। আমার ইউনিয়নে চিকিৎসা থাকলে স্কুলছাত্র মারা মিজানুর যেত না।’