মাগুরার শ্রীপুরে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের মধ্য পাড়ায় একটি বাড়ির রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তারা অতি দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে একটি ঘর পুড়ে গেছে এবং অন্য তিনটি ঘর জ্বলছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫
এরপর অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাকি তিনটি বসতঘরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
মো. সাখাওয়াত হোসেন বলেন, চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৫ দোকান
এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, চুলার আগুন থেকে শ্রীপুর মধ্য পাড়ার সাহেব আলী শেখ, নাসিরউদ্দিন শেখ, বছির শেখ ও হেলাল শেখের চারটি ঘর আগুনে পুড়ে গেছে।