কুষ্টিয়ার খোকসার পল্লীতে মাছ চুরির অভিযোগ এনে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও তার লোকদের বিরুদ্ধে।
মঙ্গলবার ভোরে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত জসিম শেখ (৩৫) উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে গ্রামের রওশন আলী শেখের ছেলে।
আরও পড়ুন: হত্যার ৯ দিন পর মাগুরায় নিহতের বিচ্ছিন্ন মাথা, পা উদ্ধার
নিহত জসিম শেখের স্ত্রী আছিয়া খাতুনের অভিযোগ, ভোর ৪টার দিকে চেয়ারম্যানের লোকজন মোবাইলে ফোন করে এবং চেয়ারম্যান তার স্বামীকে জরুরিভাবে ডেকেছে বলে জানায়। ফোন পেয়ে জসিম শেখ চেয়ারম্যানের বাড়িতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন চেয়ারম্যানের পুকুরের মাছ তার স্বামী চুরি করেছে বলে অভিযোগ করে। জসিম শেখ অভিযোগ অস্বীকার করলে চেয়ারম্যান ও তার লোকজন জসিমকে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জসিম শেখকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে জসিম শেখের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার আশরাফুল আলম জানান, জসিম শেখের মাথায় মারাত্মক জখমের কারণে তার মৃত্যু হয়েছে।
অভিযুক্ত চেয়ারম্যান আইয়ুব আলীর সাথে এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: রাঙামাটিতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।