মানিকগঞ্জের সাটুরিয়ায় কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধে পৃথক থাকার ব্যবস্থা) না থাকায় এক ইরাক প্রবাসী ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অর্থ দণ্ডাদেশ ও জরিমানার টাকা আদায় করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেন।
দণ্ডপ্রাপ্ত প্রবাসী হচ্ছেন সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামের ফকির আলীর ছেলে মকবুল হোসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মকবুল হোসেন গত ৬ মার্চ ইরাক থেকে দেশে ফেরেন। করোনা বিষয়ে তার ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি বাড়ির বাইরে ও আশপাশের বাজারে ঘুরে বেড়ান। গ্রাম পুলিশ ও স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে মকবুলকে এই জরিমানা করা হয়।
এর আগে কোয়ারেন্টাইনে না থেকে জনসম্মুখে আসায় গত রবিবার সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী লাল মিয়াকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।