শনিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে বাসিন্দা। এ নিয়ে করোনার সংক্রমণের উপসর্গ নিয়ে জেলায় ১৬ জন ব্যক্তির মৃত্যু হলো।
জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে ওই ব্যক্তি জ্বর ও সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহের পর তিনি বাড়িতে চলে যান। শুক্রবার ভোরে ওই ব্যক্তির শ্বাসকষ্ট বেড়ে গেলে সকালে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মারা যান। আজ দুপুর পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ২৩ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৭২ জনের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশেনে আছেন ৩০ জন। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন। অন্যরা সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।