চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ অফিস থেকে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এটি হত্যা নাকি আত্মহত্যা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
তার ব্যক্তিগত অফিসের দরজা ভেঙে ভেতর থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সুজন চন্দ্র মন্ডল দৈনিক ইত্তেফাকের মীরসরাই উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি মীরসরাইয়ের প্রবীণ সাংবাদিক নিরোধ বরণ মন্ডলের ছেলে ও মীরসরাই পৌরসভার বাকখোলা গ্রামের বাসিন্দা। তার ৮ বছরের একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: নিখোঁজ ফটোসাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাটি আত্মহত্যা কিনা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন: প্রধান আসামিসহ দুইজন কারাগারে
মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত জানান, সাংবাদিক সুজনকে সারাদিন না দেখে ও অফিসের দরজা ভেতর থেকে বন্ধ দেখায় তার বন্ধুরা থানায় খবর দেয়। পরবর্তীতে রাতে পুলিশ সুজনের ব্যক্তিগত অফিসের দরজা ভেঙে দেখতে পায় অফিসের আড়ায় তার লাশ ঝুলছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সাংবাদিক আনাস মারা গেছেন
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজন হতাশাগ্রস্ত ছিলেন। এছাড়াও তার মানসিক সমস্যা ছিল।