মেহেদির রং শুকানোর আগেই শ্বশুরবাড়ি থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র চারদিনের মাথায় তানিয়া আক্তার নামে ওই নববধূর মৃত্যু হয়।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতে তোলা হবে।
ভুক্তভোগী তানিয়া আক্তার (১৮) পার্বতীপুরের কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে। আটক স্বামী আব্দুর রহিম চিরিরবন্দরের দক্ষিণ হযরতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, পারিবারিকভাবে গত বৃহস্পতিবার রাতে তানিয়ার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। শনিবার রাতে বাবার বাড়িতে ফিরে যান তানিয়া। পরদিন রবিবার স্ত্রীকে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন আব্দুর রহিমের স্বজনরা। পরে রাত ৩টার দিকে তানিয়ার পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দুই বন্দির মৃত্যু
এদিকে তানিয়ার পরিবারের দাবি, তাকে গলা টিপে হত্যা করেছে তারই স্বামী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে শারীরিক চাহিদা পূরণের জের ধরে রাগের বশে স্ত্রীকে গলাটিপে হত্যা করা হয়েছে।’