চুয়াডাঙ্গা পৌর এলাকায় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগে উঠেছে অপর কিশোরের বিরুদ্ধে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল উন্নয়ন খামারের এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জিসান আহমেদ (১৭) চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মসজিদের সামনে গান, বন্ধ করতে বলায় সভাপতিকে কুপিয়ে জখম
পুলিশ জানায়, শুক্রবার বিকালে জিসানসহ কয়েকজন কিশোর মোবাইলে ফ্রি-ফায়ার (গেমস) খেলছিল। এ সময় তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে জিসানের সাথে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। পরে এর কিছুক্ষণ পর ছাগল উন্নয়ন খামার সংলগ্ন এলাকায় কিশোর জিসানকে একা পেয়ে প্রতিপক্ষ কিশোর ইকবাল ও বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে জিসানের মাথায় কোপ দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, কিশোর জিসানের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কিশোরদের দু’পক্ষের মধ্যে বিরোধ হয়। এতে এক কিশোরকে কুপিয়েছে আরও দুই কিশোর বলে জেনেছি। এখনও অভিযোগ পাইনি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।