মানিকগঞ্জের আরিচার পয়েন্টে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার বেড়ে সকাল ৬টায় বিপৎসীমার ৯ দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি হ্রাস
এদিকে, যমুনার পানি বেড়ে যাওয়ায় জেলার অভ্যন্তরীণ কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, গাজীখালি নদীর পানিও বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির কারণে শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন জানান, উত্তরের জেলাগুলোর নদনদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। মানিকগঞ্জের নদীগুলোর পানিও বেড়ে যাচ্ছে। এভাবে বাড়তে থাকলে মানিকগঞ্জে মাঝারি বন্যার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত