যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র সহ দুই জন নিহত হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া বেলতলায় করিম হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত করিম হোসেন সদর উপজেলার খাজুরা গ্রামের শাজাহান হোসেনের ছেলে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিহত করিমের চাচা আব্দুল লতিফ জানান, রবিবার সকালে বাড়ি থেকে মটর সাইকেল যোগে সাগর ও করিম ট্রেনিং করার জন্য,যশোর আসছিল। সাগর মটরসাইকেল চালাচ্ছিল করিম পিছনে বসেছিল।
যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে যশোর গামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় করিম মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার পিছনে চাপা দিয়ে চলে যায়। ও সাগর হোসেন রাস্তার পাশে পড়ে যাওয়ায় সুস্থ আছে।
পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে করিম হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত ঘোষণা করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসটিকে আটক করা সম্ভব হয়নি আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার গরীব পুর চাঁন গ্রামের সড়কে সজীব হোসেন (১৯) নামে এক কলেজছাত্র মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে।
নিহত কলেজ ছাত্র সজীব হোসেন মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং মনিরামপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীব হোসেনের মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।